সাদা ফুলের সমারোহ, আলোর রোশনাই, দেশ-বিদেশের হরেক রকম খাবার, মধু চোপড়ার আপ্যায়নে রীতিমতো জমজমাট ছিল বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়ের রিসেপশন।
গত বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে ছিল নিক-প্রিয়াঙ্কার বিয়ের দ্বিতীয় রিসেপশন। এর আগে দিল্লিতে প্রিয়াঙ্কা এক পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নব দম্পতিকে আশীর্বাদ জানাতে এসেছিলেন। এবার মুম্বাইয়ের জুহুর এক পাঁচ তারকা হোটেলে জমকালো রিসেপশনের আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া নিজে দাঁড়িয়ে থেকে পুরো আয়োজন তদারকি করেছেন। এই রিসেপশনে আমন্ত্রিত সবাইকে তিনি নিজে আপ্যায়িত করেন।