পুরুষত্বহীনতার কারন সমূহ –
১. বেশি মাত্রায় এলকোহল সেবনের ফলেও পুরুষের লিঙ্গের দৃঢ়তা নষ্ট হয়ে যায়।
২. সাইকোজেনিক
৩. কোন আঘাত জনিত কারন
৪. অর্গানিক কারনে পুরুষের পুরুষত্বহীনতা সৃষ্টি হতে পারে।
সাইকোজেনিক কারনে সৃষ্ট পুরুষত্বহীনতার কারন –
১. দাম্পত্য মনমালিন্য এবং মানুষিক মিল সংক্রান্ত সমস্যা।
২. ধর্মীয় কুসংস্কার।
৩. কঠিনভাবে পিতা বা মাতার অনুশাসনে থাকা।
৪. পূর্বের যৌন কর্মের জন্য পাপবোধ।
৫. অকাল বীর্যপাত।
৬. যৌনতার ব্যাপারে অনাগ্রহ।
৭. যৌনমিলনে সফলতা নিয়ে ভয় ও দুশ্চিতা।
অর্গানিক কারনে সৃষ্ট পুরুষত্বহীনতা :
১. এনাটোমিকাল বড় হাইড্রোসেল টঙিকুলার ফাইব্রোসিস।
২. জেনিটো ইউরিনারী প্রিয়াপিজম প্রোসটাটিটিস ইউরেথ্রিটিস প্রোসটাটেকটমী।
৩.. এন্ড্রোক্রাইনাল, ডায়াবেটিস থাইরোটঙিকোসিস স্থুলতা ইনফ্যান্টালিজম ক্যাসট্রেশন এক্রোমেগালি।
৪. স্পাইরাল কর্ডের আঘাত
৫. ইনফেকশন, টিউবারকিলোসিস, গনোরিয়া, মাম্পস।
৬. ড্রাগ নির্ভরতা, এলকোহল সেবন, স্নায়ু শিথিলকারী ওষুধ, এন্টিহাইপারটেনসিভ ওষুধ, সাইকোট্রপিকস ওষুধ, যেমন- ইমিপ্রামিন, ডিউরেটিঙ, রেজারপাইন।