এদেশের সব গ্রামই সুন্দর কিন্তু পাহাড়ী গ্রামগুলো বেশি সুন্দর। কর্ণফুলীর তীরে সবুজে ছাওয়া এমন সুন্দর এক মারমা গ্রামের নাম চিংম্রং; বাঙালি উচ্চারণে চিতমরম। চিতমরমে যেহেতু মারমাদের বাস তাই তাদের সংস্কৃতি আছে। আছে হাট-বাজার, বৌদ্ধ ধাতু জাদি, নদী, ছড়া, পাহাড়, একটু হাটলেই ঝর্ণা আর বন। সব মিলিয়ে অসাধারণ।
যেতে চাইলে চিংম্রং চট্টগ্রাম থেকে চাপতে হবে কাপ্তাইগামী বাসে। ভাড়া ৬০ টাকা। নামতে হবে ক্যাংঘাট। তারপর ৫টাকা সাম্পান ভাড়া দিলেই মাঝি আপনাকে পৌছে দিবে চিংম্রং গ্রামে।
চট্টগ্রাম থেকে ডে ট্রিপ করতে পকেটে ৩০০ টাকা নিয়ে বেরোলেই হয়ে যাবে। ঢাকা থেকে গেলে লাগবে ১৫০০ টাকা। (যেহেতু বাসভাড়াই ১১০০টাকা।)
স্থানীয় মানুষ ও সংস্কৃতিকে সন্মান করবেন। প্রকৃতির ক্ষতির কারণ হবেন না। লিভ নো ট্রেস!